জাতীয় শোক দিবস উপলক্ষে চেয়ারম্যান সালামের গভীর শোক প্রকাশ
এস এম আলমগীর ভূঁইয়া:- আগামী ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চেয়ারম্যান সালাম গভীর শোক প্রকাশ করেছেন। গত বুধবার মদনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম একান্ত এক স্বাক্ষাতকারে ১৫ ই আগষ্ট ২০১৬ কে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে গভীর ভাবে শোক প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশ। তাই এই দিনে আমার ও মদনপুর ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সেই সব বীর শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে গভীর শোক প্রকাশ করছি।