জামপুর ইউপি চেয়ারম্যান হামিম শিকদার শিপলু’র এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন
স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার ২ ফ্রেরুয়ারী সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিম শিকদার শিপলু মহজমপুর এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন। শান্তি প্রিয় ভাবে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন কালে তিনি পরিক্ষার্থীদের খোজ-খবর নেন এবং কেন্দ্রের কক্ষ গুলো ঘুরে দেখেন। পরিক্ষার্থীদের সমস্যা গুলো সনাক্ত করেন এবং যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্র সুপার ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দ্দেন প্রদান করছেন। ফ্রেরুয়ারী একুশের ও শহীদদের মাস তাই অত্র বিদ্যালয়স্থিত শহীদ মিনারের নাজুক অবস্থা উন্নয়ণে সহায়তার আশ্বাস দেন এবং বিদ্যালয় ভবন গুলোর অবস্থা আরো উন্নয়নে তার সহযোগিতা থাকবে বলেছেন। তাছাড়া বিদ্যালয়ের পরিত্যাক্ত টিনের সেটটি ভবন করতে সরকারী সাহার্যের আশ্বাস দিয়েছেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষামান অভিবাভকরা আনন্দে উদ্ভাসিত হয়ে চেয়ারম্যানের নিকট এগিয়ে আসেন এবং অভিবাভকরা তাদের সমস্যার দাবী তুলে ধরেন। এ সময় তিনি অভিবাভকদের উদ্দেশে বলেন, শিক্ষার সুষ্ঠ পরিবেশ ঘঠনে সার্বিক সহযোগিতা সহ সদাসর্বদা প্রস্তুত আছেন তিনি। পরে, অপেক্ষমান পরীক্ষার্থী অভিবাভকদের বিশ্রাম নেয়ার জন্য ব্যবস্থা করছেন। কেন্দ্র পরিদর্শনের সময় তার সাথে ছিলেন, অত্র পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন ও হল সুপার মোহাম্মদ আলী বিএসসি। অত্র কেন্দ্রের হল সুপার জানান, এ কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৭শ ৮৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। এর মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উক্ত কেন্দ্রে প্রশাসনের কঠোর নিরাপত্তায় গতকাল বৃহস্পতিবার শান্তি প্রিয়ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।