জিয়া ও এরশাদ আওয়ামীলীগের কাছে রাজনীতি শিখেছেন
নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও হুসেইন মুহাম্মদ এরশাদ ছাত্রলীগ করতেন। তারা আওয়ামীলীগের কাছে রাজনীতি শিখে রাজনৈতিক দল গঠন করেছেন। বঙ্গবন্ধুর উদার মনমানসিকতার কারণেই তারা দেশে তাদের নিজস্ব রাজনৈতিক পরিমন্ডল তৈরি করতে পেরেছেন। বাংলাদেশকে সুইজারল্যান্ডের সম পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু ঘাতকরা তা বাস্তবায়ন হতে দেয়নি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তুবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে সুইজারল্যান্ডের চেয়েও উন্নত রাষ্ট্রে পরিনত করবেন। গতকাল বুধবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষার্থীদের মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, বন্দর সহকারী কমিশনার(ভুমি) হোসনেয়ারা বিনা, প্রশিক্ষক কাউসার উদ্দিন, উম্মেহানী, উম্মে কুলসুম কেয়া, হাবিবুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী আতাউর রহমান, রাশেদুজ্জামান, আশরাফ হোসেন ও বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন, মহিলা নেত্রী কামরুন্নাহার রনকা। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে এ্যানিমেশন দেখান শিক্ষার্থী তানজিলা, চঞ্চল মন্ডল, ইফতেখার ইতি। প্রধান অতিথি প্রতিঠি শিক্ষার্থীকে সনদ প্রদান করেন।