তাজিয়া মিছিলে হামলার খবর বিশ্ব গণমাধ্যমে
তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলায় কিশোর সাজ্জাদ নিহত হওয়ার খবর বেশ গুরুত্বের সঙ্গেই প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। গতকাল শুক্রবার গভীর রাতের ওই ঘটনার পরপরই কয়েকটি বার্তা সংস্থা ও বেশ কিছু গণমাধ্যম খবরটি প্রচার করেছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বার্ষিক আশুরার মিছিলে প্রধানত শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে একজন নিহত ও ৮০ জন আহত হয়েছে।
পুলিশের ধারণা, বাংলাদেশে ক্ষুদ্র শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে এটিই প্রথম হামলা—প্রতিবেদনে এমনটা উল্লেখ