তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দরে ২ গ্রুপের সংঘর্ষ মহিলা ও শিশুসহ আহত ৮
নিউজ বাংলা রিপোর্ট:-
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় মহিলা ও শিশুসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নারায়নগঞ্জ বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ নিশং প্রধানবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতরা হলো খোরশিদা বেগম (৬০), রবিন (১৮) র্মোশিদা বেগম (২৫), জহির মিয়া (৪৫)। অপর পক্ষের আহতরা হলো শিশু তাসপিয়া (৩), রানা (৩০), রাসেল (৩২) ও জনি (২৪)। আহতদের স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে উভয় পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে। এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, গতকাল সকালে বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ নিশং প্রধানবাড়ী এলাকার বাদশা মিয়ার র্নিমানাধীন বিল্ডিং এর ২য় তলার কাজ করছিল। র্নিমানাধীন বিল্ডিং থেকে পানি ও বালু গাছে পরা নিয়ে বাদশা মিয়ার ছেলে রানা সাথে একই এলাকার মৃত ফিরোজ মিয়ার স্ত্রী খোরশিদা বেগমের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মহিলা ও শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ ব্যাপারে উভয়পক্ষ বন্দর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় উক্ত এলাকা চরম উত্তেজনা বিরাজ করছে।