ত্যাগের মহিমা জেগে উঠুক প্রতিটি মানুষের মনে সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল ঈদুল আয্হার শুভেচ্ছা-রূপন পাল
(দ্বীন ইসলাম হীরা):-
মাস ঘুরে বছর, আর বছর ঘুরে ঈদ। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। আর এই ঈদের মাধ্যমে, যাতে ত্যাগের মহিমায় প্রতিটি মুসলিম ব্যক্তির জীবন জাগ্রত হতে পারে সেই কামনাই করেছেন পেরাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সাদিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশি রূপন পাল। এ বিশেষ আনন্দ ও ত্যাগের উৎসব উপলক্ষ্যে তিনি জানান ‘ঈদ-উল-আযহা উপলক্ষে সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের সকল মুসলিম ধর্মপ্রাণ ভাই-বোনদেরকে, সোনারগাঁও থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-আযহার সাধুবাদ, শুভেচ্ছা ও আন্তরিক আভিনন্দন জানাচ্ছি। ঈদ ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয় ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেধে দেয়। এই ঈদের মাধ্যমে ত্যাগের মহিমা জেগে ঊঠবে প্রতিটি মুসলমানের মনে বিশেষ ভাবে এই কামনা করছি’।