ধামগড় ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ইউনিয়নবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা নজরুল ইসলাম বাদশা

বিশেষ প্রতিবেদক:-
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ধামগড় ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সমগ্র ইউনিয়নবাসীকে অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা। ঈদুল ফিতর উপলক্ষ্যে গতকাল গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান ‘অত্র ইউনিয়নের সর্বস্তরের সকল মানুষকে, আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদেরকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের শুভকামনা ও অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেয় ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাইকে আনন্দের এক সূতায় বেধে দেয়। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। আসুন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela