না’গঞ্জ জেলা তাঁতী লীগের নতুন কমিটির অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য মাহবুবুর রহমান খাঁনকে তাঁতী লীগের নেতৃবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন
স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় তাঁতী লীগ কর্তৃক না’গঞ্জ জেলা তাঁতী লীগের নতুন কমিটির অনুমোদন দেয়ায় গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য, আ’লীগ মনোনীত তারাব পৌরসভার সাবেক মেয়র ও মাহবুব গ্রুপের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন মাহবুবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন না’গঞ্জ জেলা তাঁতী লীগের সদ্য ঘোষিত নতুন কমিটির সভাপতি এইচ এম ওসমান গনি বেলাল, সা. সম্পাদক গোলাম মাওলা বাবুল, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সা. সম্পাদক আলহাজ্ব আঃ হান্নান মোমেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ জুয়েল, শিল্প ও বাণিজ্য সম্পাদক হুদয় আহমেদ চৌধুরী, সদস্য আলমগীর সহ রূপগঞ্জ, বন্দর, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন, বন্দরের ধামগড় ইউনিয়ন ও সোনারগাঁও পৌরসভা তাঁতী লীগের নেতৃবৃন্দ। এ সময় সোনারগাঁও থানা তাঁতী লীগের আহবায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সাদিপুর ইউনিয়ন কমিটির আহবায়ক কবির হোসেন, যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, বন্দর থানা তাঁতী লীগের আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহবায়ক সিরাজ ও আলী আকবর, সদস্য গহন আলী, আলী আজগড়, ধামগড় ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মোক্তার হোসেন সদস্য সচিব আলী আজগড়, সদস্য দেলোয়ার, রূপগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক শফিউদ্দিন প্রধান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জিয়াউল হক, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের আহবায়ক হৃদয় হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, যুগ্ম আহবায়ক রুবেল, সদস্য সচিব ইমন হোসেন, সদস্য অনিক সহ তাঁতী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।