“নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া লক্ষে সরকারের বহুমুখী কর্মসূচি রয়েছে”
সিলেট ক্যাডেট কলেজে সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার বিকেল ৩টায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ সব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে আপন মহিমায় সমুন্নত রাখতে আমাদের একযোগে কাজ করতে হবে। জাতির জনকের স্বপ্ন ও সরকারের ভিশন বাস্তবায়নে এক্স ক্যাডেটরা অবদান রাখতে পারেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রতি বছর অধিকাংশ ক্যাডেট যোগদান করে দক্ষতার পরিচয় দিচ্ছেন। সাবেক ক্যাডেটরা সমাজে নিজ নিজ অবস্থানে সাফল্যের পরিচয় দিয়ে চলছেন। দেশ ও দেশের বাইরে বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালন করে দেশের জন্য গৌরব বয়ে আনছেন।
ক্যাডেট কলেজের অনুষ্ঠান শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে সিলেট ত্যাগ করেন।
এর আগে বেলা ১টার দিকে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি সিলেট পৌঁছান। রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশ বাইরে থেকে অতিরিক্ত ৬০০ পুলিশ সদস্য ও ১০০ র্যাব সদস্যও দায়িত্ব পালন করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রাষ্ট্রপতির সিলেট আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।