নয়াপুরে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে হাতুড়াপাড়া স্পোর্টিং ক্লাবের শিরোপা জয়
নয়াপুরে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে হাতুড়াপাড়া স্পোর্টিং ক্লাবের শিরোপা জয়
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার নয়াপুর ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি’র উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে হাতুড়াপাড়া স্পোর্টিং ক্লাবের শিরোপা জয় । এতে, নারায়ণগঞ্জÑ৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আঃলীগ নেতা মো. মাহবুবুর রহমান খান, উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এড. সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিপিং ব্যবসায়ী সাবেক ছাত্র নেতা মো. জাকির হোসাইন, চেয়ারম্যান মো. জহিরুল হক, চেয়ারম্যান মো. হামীম শিকদার শিপলু, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন, আঃলীগ নেতা গোলাম মাওলা বাবুল, মো. ফারুক হোসেন, মো. গোলজার হোসেন, মো. রাজিব প্রধান বাবু, মো. শাহ্ আলম, শাহ্ আলী ও মোশারফ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে আসছিল। গতকাল শুক্রবার টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি সাদিপুর ইউনিয়নের নয়াপুর ফ্রেন্ডস একাদশ বনাম জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে, খেলার পূর্ণ সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় পরে ট্রাইব্র্যাকারে নয়াপুর ফ্রেন্ডস একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে হাতুড়াপাড়া স্পোর্টিং ক্লাব জয়ী হয়েছে।