পিতা-মাতার আর্শীবাদই সন্তানের বেহেস্তের চাবিকাঠি —-সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার

মো. জাকির হোসেন ঝন্টু
পিতা-মাতার আর্শীবাদই সন্তানের বেহেস্তের চাবিকাঠী। সন্তান পিতা-মাতার ভাল-মন্দ দেখভাল করে তাদের দোয়া কুঁড়ানো সম্ভব। আমাদের বাবা-মা বিশেষ করে বৃদ্ধা বয়সে তারা অবহেলিত হয়ে পড়ে। এ সময় তাদের ওপর সন্তানের সেবা অপরিহার্য। ১৫ ডিসেম্বর আজ বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার নয়াপুর ইসলামী মহা-সম্মেলনের সপ্তম রজনীতে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, আমাদের সোনারগাঁও উপজেলায় অন্যান্য এলাকার চেয়ে ওয়াজ-মাহফিল প্রচুর অনুষ্ঠিত হয় এবং মুসল্লিরা স্বাধীন ভাবে তা পালন করছে। কেউ মুসল্লিদের সাথে বেয়াদবি করলে তা বরদাস্ত করা হবেনা। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আমরা সবাই ভাই ভাই সকলের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। অত্র মহা-সম্মেলনে সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিপিং ব্যবসায়ী মো. জাকির হোসাইন, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাসেদ,সাদিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো. জয়নাল মেম্বার, সাদিপুর ইউপি ছাত্রলীগ সভাপতি মো. আল আমিন, কাঁচপুর ইউপি যুবলীগ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, যুবলীগ নেতা মো. ফারুক মিয়া, যুবলীগ নেতা মো. আক্তার হোসেন, মো. মোখলেছুর রহমান, জামপুর ইউপি ছাত্রলীগ সভাপতি আব্দুর নুরসহ আঃলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, ওলামায়ে কেরামগন ও বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রান মুসল্লিগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela