পথচারির উপর দিয়ে চলন্ত ট্রাক, বেঁচে গেলেন ভাগ্যের গুনে(ভিডিও )
অবিশ্বাস্য হলেও সত্যি চীনের একটি রাস্তায় সড়ক দুর্ঘটনার এমন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রাস্তার পাশে একটি সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিওটিতে দেখা যায় একজন মহিলা দ্রুত রাস্তা পার হচ্ছেন।
তিনি একবার রাস্তা পার হয়ে, সাথে সাথে আবার ফিরে আসার সময় হঠাৎ একপাশ থেকে একটি মাঝারি ট্রাক দ্রুত চলে আসে। এ সময় মহিলাটি অসতর্কভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। দেহের অর্ধেক ট্রাকের মধ্যে একবার পাক খেয়ে পেছনের চাকার ইঞ্চি খানেক দুরূত্বে অবস্থান করে।
কিন্তু তারপরও মহিলাটির কোন ক্ষতি হয়নি। দ্রুত গতির ট্রাকের নিচে দেহ চলে গেলেও ড্রাইভারের ব্রেকের কারণে বেঁচে যান তিনি। পরে ট্রাক থেকে ড্রাইভার নেমে ও আশপাশের পথচারিরা এসে ট্রাকের নিচ থেকে মহিলাটিকে টেনে নিরাপদে বের করেন।
অবিশ্বাস হলেও বেঁচে যাওয়া মহিলাটির এই দুর্ঘটনাটি এখন সারা দুনিয়ার ইউটিউব, ফেইসবুক ও টুইটারে ভাইরাল। দমবন্ধ হওয়া ও শিহরণ জাগানো এ ভিডিওটি দেখে মানুষ ড্রাইভারকে ধন্যবাদ জানাচ্ছেন। আবার কেউ কেউ রাস্তা পারাপারে সতর্ক হতে বলছেন।
(সূত্র: আনন্দবাজার)