বন্দরে অবৈধ কসমেটিক্স কারখাঁনায় র‌্যাবের অভিযান মালিক, কর্মচারীকে সাঁজা, ফ্যাক্টরী সীলগাঁলা

 নারায়নগঞ্জ প্রতিনিধি:-
জেলার বন্দর উপজেলার মদনপুর ইষ্টাউন সংলগ্নে চিশতিয়া মঞ্জিল ভবনে মঙ্গলবার বিকেলে “ওয়েলকাম কসমেটিক্স এন্ড ক্যামিকেল লি:” নামক অবৈধ কসমেটিক্স কারখাঁনায় অভিযান পরিচালনা করেন, র‌্যাব ১১।
সরেজমিনে জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ অবৈধ কসমেটিক্স ফ্যাক্টরীতে দেশী ও বিদেশী নামী দামি কোম্পনীর নাম নকল করে বিভিন্œ প্রকারের কসমেটিক্স বাজারজাত করেন কারখানা কতৃপক্ষ। গোপন সূূত্রে খবর পেয়ে র‌্যাবের সি পি এস পি মো. জসিম, এ এসপি নাজমুুল হাসান ও সঙ্গীয় ফোর্স কারখাঁনায় অভিযান চালায়। পরে বি এস টি আই এর কর্মকর্তা রিগ্যান বোদ্ধ ও সাংবাদিকদের উপস্থিতিতে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদলত ফ্যাক্টরীর মালিক একে আজাদ (৫০)কে দেড় বছরের স¯্রম কারাদন্ড এবং ম্যানাজার মো. মনিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সেই সাথে ফ্যাক্টরীতে বিপুুল পরিমান মালামাল জব্দ সহ সীলগাঁলা করেন।                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela