শিক্ষার্থীদের ভালো ভাবে শিক্ষা দিবেন তারা যেনো আমাদের মত নেতৃত্ব দিতে পারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
শিক্ষকদের কাছে আমার অনুরোধ, শিক্ষার্থীদের ভালো ভাবে শিক্ষা দিবেন। তারা যেন বড় হয়ে আমাদের মত নেতৃত্ব দিতে পারে। আর শিক্ষার্র্থীদের খেলাধুলায় আরো মনোযোগী করতে হবে।
গত বৃহস্পতিবার দুপুরের পর কেওঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজ্বী আলহাজ্ব এম এ সালাম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর অতিদ্রুত সম্পূর্ন করা হবে।
আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের জন্য একটি শহীদ মিনার নির্র্মাণ করে দেওয়ার জন্য উপস্থিত নেতাদের কাছে দাবী করেন।
এ সময় উপস্থিত চেয়ারম্যানের ছোট ভাই গাজ্বী মো. শাহ- আলম, শহীদ মিনারটি নিজস্ব অর্র্থে দ্রুত নির্মাণ করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্র্থীদের মাঁঝে পুরস্কার বিতরন করেন উপস্থিত নেতাকর্র্মীরা।
অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা সুুলতানা, মহিলা মেম্বার সানোয়ারা বেগম ও কাঁচপুর ইউনিয়নের মেম্বার মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠান আয়োজন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সহকারী শিক্ষক প্রতিভা রানী রায়, সুরাইয়া আক্তার, নাসরিন সুলতানা, মো. মহসিন ভূঁইয়া, আয়েশা আক্তার, মো. নূরে আলম ও মো. সোহেল মিয়া।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাবেদ ভূূঁইয়া, সহ সভাপতি শাহবুুদ্দিন সিহাব, সদস্য জাহাঙ্গীর ভূূঁইয়া সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela