বন্দরে কদম রসুল কলেজের সামনে বখাটেদের হামলা এক যুবক গুরুতর আহত
নিজস্ব সংবাদদাতা
বন্দরে কদমরসুল কলেজের সামনে কলেজ ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৪ বখাটে মিলে রিফাত (১৮) নামে ১ যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে। পুলিশ ৫ বখাটেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ছাত্র ও ২ জন বহিরাগত বলে জানা গেছে। গতকাল রোববার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো ছাত্র হাসিবুর (১৭), বর্শাত (১৭), বহিরাগত রাতুল (১৮), নাঈম (২১) ও হাসান (১৮)।
প্রত্যক্ষদর্শী নাজমুল জানান, বন্দরের আদমপুর এলাকার হাসিবুর, কদম রসুল পূর্বপাড়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে বর্শাত, মালেক মিয়ার ছেলে রাতুল, আইয়ূব মিয়ার ছেলে নাঈম ও তালিম মিয়ার ছেলে হাসান মিলে কলেজের সমানে রাস্তায় দাঁড়িয়ে কলেজ ছাত্রীদের দেখে নানা অশ্লিল কথা বলে এ সময় কলেজ মাঠপাড়া এলাকার সালাম মুন্সীর ছেরেল রিফাত প্রতিবাদ করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বখাটেরা কাঠের ডাসা দিয়ে রিফাতকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তখন এলাকাবাসী এ ঘটনা দেখে বখাটেদের ধাওয়া করলে তারা কলেজে গিয়ে আশ্রয় নেয়। পরে পুলিশ এসে প্রথমে ৪ জন ও প্রায় ২ ঘন্টা পর কলেজের ৩ তলায় লুকিয়ে থাকা হাসানকে গ্রেফতার করে নিয়ে যায়।
বন্দর থানার দারোগা ফরিদ জানান, মারামারির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এলে এসে দেখি এলাকাবাসীর ধাওয়া খেয়ে ৪ বখাটে কলেজে গিয়ে আশ্রয় নেয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৪ বখাটেকে গ্রেফতার করি। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
এ ব্যপারে কদম রসুল কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন জানান, কলেজের বাইরে রাস্তায় মারামারির ঘটনা ঘটে। এ মারামারিতে রিফাত নামে একজন গুরুতর আহত হয় বলে জেনেছি। ৪ জন বখাটে কলেজে ঢুকে পড়লে পুলিশে সংবাদ দেই পুলিশ এসে তাদের নিয়ে যায়। যারা কলেজের ছাত্র বলে দাবি করছে তারাদের পড়নে কলেজের ড্রেস বা আইডি কার্ড নেই তাই তাদের কলেজের ছাত্র বলে চিহিৃত করা যাচ্ছেনা। যদি তারা কলেজের ছাত্র হয় তবে তারা সাবেক ছাত্র হবে।