বন্দরে ছিনতাইকারী সুমন গ্রেফতার ২ ছিনতাইকারী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলায়ন
নিজস্ব সংবাদদাতা
বন্দর থানা পুলিশ গত শুক্রবার রাত ৩ টায় মদনগঞ্জ-মদনপুর হাইওয়ে সড়কের তালতলায় ছিনতাইয়ের প্রস্তুতি কালে সুমন (২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ সময় তার আরও ২ সগযোগি পালিয়ে যায়। গ্রেফতারকৃত ছিনতাইকারী সুমন বন্দরের রামনগর এলাকার সানু মিয়ার ছেলে। রাত দেড়টায় টহল পুলিশ তালতলা এলাকায় এলে ৩ ছিনতাইকারী পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। ২ ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হলেও ছিনতাইকারী সুমন সড়কের পাশের জলাশয়ে কচুরি পানার মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাকে পানি থেকে তুলে গ্রেফতার করে। গতকাল শনিবার পুলিশ তাকে একটি চুরি মামলায় আদালতে প্রেরণ করে।