বন্দর উপজেলায় মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
বন্দর উপজেলায় মাসিক আইন শৃংখলা কামটির মাসিক সভা, জাতীয় শোক পালনের প্রস্তুতি সভা ও উন্নয়ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হোসনে আরা বিনা, বন্দর থানার ওসি আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফতাব উদ্দিন, সমাজ সেবা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রথমিক শিক্ষা অফিসার, আনসার ভিডিপি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ ডিজিএম, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, জাতীয় পার্টি নেতা আলহাজ্ব মহিউদ্দিন, আঞ্জুমান আরা বেগম, বাচ্চু মিয়া, অধ্যক্ষ মীর ইয়াহিয়া, াধ্যক্ষ হালিম মজহার, অধ্যক্ষ আব্দুস সাত্তার, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ লতিফ ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজিম আহাম্মেদ প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন সমাজসেবকরা উপস্থিত ছিলেন। সভায় গত সম্পাহের ৩িনটি খুন নিয়ে বিস্তারিত আলোচনাসহ বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালনের যথাযথ পদক্ষেপ নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *