বন্দর থানার গেইটের সামনে অগ্নিকান্ডে ২টি দোকার পুড়ে ছাঁই
বিশেষ প্রতিনিধি:-
গতকাল ভোরে নারায়নগঞ্জ জেলার বন্দর থানা গেইটের সামনে ২টি দোকান পুড়ে গিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বন্দর ফায়ান সার্ভিস সংবাদ পাওয়ার পরও ৪০ মিনিট পরে ঘটনাস্থলে আসায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। দোকানী রমজান আলী জানান, দীর্ঘ দিন যাবত বন্দর থানার গেইটের সামনে নাসির মিয়ার চায়ের দোকান ও রমজান আলীর স্টেশনারী দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। গতকাল শুক্রবার ভোরে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়ে ২টি দোকান সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। রমজান আলী প্রায় ১৪ লাখ ও নাসির মিয়ার প্রায় ১ লাখ টাকার মালামার পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় বন্দর থানা প্রশাসন বার বার বন্দর ফায়ার সার্ভিসকে ফোন করে জানালেও ফায়ার সার্ভিস ৪০ মিনিট পরে ঘটনাস্থলে আসায় দোকানের কিছুই রক্ষা করা যায়নি। এলাকাবাসী ও পুলিশ আগুন নেভাতে চেষ্টা করলেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।