বরগুনায় চুরির অভিযোগে গণপিটুনিতে ভেঙ্গেছে শিশুর হাত,পুলিশ থানায় নিতে নারাজ

বরগুনা প্রতিনিধিঃ-

বুধবার ১৬ আগস্ট রাত ১১ টায় বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন মসজিদ থেকে বৈদ্যুতিক পাখা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে পোটকাখালীর ১৭ বছরের বরকত নামের এক শিশু। এসময় তার সাথে এক কৌটা ডেন্ডি(গাম)পাওয়া যায়।

 

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়,নেশা করে মসজিদে চুরি করতে ঢুকেছিলো বরকত। মাতাল অবস্থা ধরা পরে|

স্থানীয় জনতার প্রশ্নের কোন জবাব দিচ্ছিলোনা বলে জনতা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিতে বাধ্য হয়। ফলে বামহাতে আঘাত পায় এবং রাত ১১:২০ টায় তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

 

কর্তব্যরত ডাক্তার জানান,পিটুনিতে বরকত বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত পেয়েছে। তবে মাতাল অবস্থায় থাকায় উপলব্ধি করতে পারছেনা ব্যথা। ওষুধ ও টেস্ট লিখে দিয়েছি। ভর্তি হতে ইচ্ছুকনা তাই ভর্তি করা হয়নি তাকে।

 

স্থানীয় সূত্রে যানা যায়, থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থললে এসে শিশুটির হাতে ব্যান্ডেজ দেখতে পেয়ে শিশুটিকে থানায় নিতে নারাজ হয়। পরে শিশুটির পরিবারকে খবর দিয়ে  তার মায়ের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela