সনমান্দীতে চেয়ারম্যান জিন্নাহ্র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরন

স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নবাসীর মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান, ওষুধ ও চশমা বিতরন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে, বাংলাবাজারস্থ সনমান্দী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জাহিদ হাসান জিন্নাহ’র উদ্যোগে বিনামূল্যে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বেইস সোনারগাঁ চক্ষু হাসপাতালের ডাক্তারগন বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা পরিচালনা করেন। এতে, অত্র ইউনিয়নের হত-দরিদ্র শতাধিক চক্ষু রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং এদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১০ জন রোগীর সফল অপারেশন করছে ডাক্তাররা। এ লক্ষ্যে সকাল থেকে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী চক্ষু রোগীরা চিকিৎসা শিবিরে দলে দলে এসে ভিড় জমিয়েছেন তারা। এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, এ ইউনিয়নের অবকাঠামো রাস্তা, স্কুল-কলেজ, কালভার্ট-ব্রীজ সহ অন্যান্য উন্নয়ণের পাশাপাশি হত-দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিয়ে মানুষের স্বাস্থ্যেরও উন্নয়ণ করছি। আগামীতে অত্র ইউনিয়নের এলাকায় এলাকায় ক্যাম্পিং করে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করবেন তিনি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে এগিয়ে গেছে এবং মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হচ্ছে। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগনের ভোটে নির্বাচিত হয়ে আঃলীগ সরকার গঠন করবে ইনশাল্লা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি মেম্বার হারুন অর রশিদ, মো. ফিরোজ আহম্মেদ মেম্বার, মো. তোতা মেম্বার, ফজলুল হক মেম্বার, খাদিজা মেম্বার, খন্দকার সালাউদ্দিন সাজু, মোহাম্মদ আলীসহ শত শত এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *