বাঘরী ফুলতলা রাধা কৃষ্ণ মন্দিরে বার্ষিক মহানাম যজ্ঞোৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বাঘরী ফুলতলাস্থ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারো ২৪ প্রহর ব্যাপী ৪৩তম বার্ষিক মহানাম যজ্ঞোৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তির উদ্দেশ্যে ও মানব কল্যাণ কামনায় গতকাল মঙ্গলবার ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞোৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদনপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব গাজী আব্দুস ছালাম। অত্র মন্দিরের সভাপতি শ্রী পরিমল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক এড. প্রদীপ কুমার ভৌমিক, সোনারগাঁও জার্নালিষ্ট ফোরাম (প্রেসক্লাব) সভাপতি মো. জাকির হোসেন ঝন্টু, স্থানীয় ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক মো. জাকির হোসেন, মদনপুর ইউপি যুলীগের সভাপতি আমান উল্যাহ আমান, সাধারন সম্পাদক মো. জাভেদ, ধামগড় ইউপি ছাত্রলীগ সম্পাদক ও স্থানীয় মেম্বার আবু সাঈদ, কাঁচপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা মো. বিপ্লব, অন্যদের মধ্যে শ্রী খোকন চৌধুরী, বিন্দাবন দাস, নিখিল ভৌমিক, শ্রী গোবিন্দ দাস, পরিক্ষিত ঢালী, শ্রী লিটন দাস, শ্রী নিহার কুমার ভৌমিক, শ্রী শ্যামলসহ শত শত বিভিন্ন সম্প্রাদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখানে ২৪ প্রহর ব্যাপী অনুষ্ঠানে শ্রীমদ্ভগবৎ পাঠ কীর্তন, অধিবাস কীর্তন ও রামায়ন কীর্তন অনুিষ্ঠত হয়। গতকাল ছিল সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে এমএ ছালাম চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই পরস্পরের সহযোগিতাই পারে স্ব-স্ব ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশরতœ সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সকলের ঐক্যবদ্ধ ভাবে সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা করে দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে হবে।
অত্র রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি পরিমল বাবু জানান, ১৯৭৩ সালে সার্বজনীন ভাবে স্বর্গীয় আশুতোষ দাস এ মন্দির প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি জানান, গত ৪৩ বছর যাবত বাঘরী, মরিচটেক ও নয়াপুরসহ অত্র এলাকার সকল সম্প্রাদায়ের লোকজনের সার্বিক সহায়তায় অত্র মন্দিরে শান্তি-শৃংখলা ও সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন পূজা, আর্চনা, আরতি, কীর্তনাদি সহ উপাসনা যথাযথ ভাবে পালন করে আসছেন।