বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেপ্তার
নিউজ বাংলা রিপোর্ট:-
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক সিআর মামলার ২ পলাতক আসামীসহ ৪ মাদক সেবীকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার আক্কেল আলী মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী রবিউল ইসলাম বাবুল (৩৫) ও বন্দর এইচ এম সেন রোড এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে অপর সিআর মামলার ওয়াারেন্টভূক্ত পলাতক আসামী শাকিল (২৮)। অপরধৃত মাদক সেবীরা হলো সোনাকান্দা এলাকার সামাদ মিয়ার ছেলে মাদকসেবী খোকন (৩০) মাহামুদনগর এলাকার মৃত রহমত আলী মিয়ার ছেলে রাজা মিয়া (৫৮) একই এলাকার আব্দুর রব মৃধার ছেলে মাদকসেবী অহিদ (৩৫) দড়িসোনাকান্দা এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে শাখওয়াত (২৬)। ধৃত ৬ জনের মধ্যে ২ জনকে পৃথক ওয়ারেন্টে ও বাকি ৪ মাদকসেবীকে পুলিশ আাইনের ৩৪ ধারায় গতকাল শনিবার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।