ভিপি বাদলের নির্দেশে থানাা আ:লীগ নেতা রোমানের নেতৃত্বে প্রধানমন্ত্র্রীর জনসভায় শত-শত নেতাকর্মীর অংশগ্রহন
নারায়নগঞ্জ প্রতিনিধি:-
জাতীর কল্যানে সোহরাওয়ার্দী উদ্যোণে ১৯৭১ সালে ৭ই মার্র্র্চে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ভাসন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কতৃক আয়োজিত জনসভায়, নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদলের নির্র্দেশে বন্দর থানা আওয়ামী লীগের সাহসী নেতা মো. রোমান হোসাইনের নেতৃত্বে শত-শত নেতাকর্মী অংশ গ্রহন করেছেন।
মঙ্গলবার সকালে ১০টি হাইয়েস বাস যোগে মহা সমাবেশে নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
আনন্দ মূখর পরিবেশে নেতাকর্মীরা গাড়ি বহরে জনসভা সফল করার লক্ষে অনুুষ্ঠিতব্য সভায় যোগদান করেন।
তাাছাড়া নারায়নগঞ্জ জেলার সকল থানার হাজার হাজার নেতাকর্র্মীরা ভিপি বাদলের পক্ষে সভায় উপস্থিত হয়।