মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা না’গঞ্জের ৫টি আসনেই নৌকার প্রার্থী দেয়া হোক
বিশেষ প্রতিবেদক:-
গতকাল শুক্রবার বিকেলে বন্দরের মদনপুরে অবস্থিত নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রী কলেজে মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম উদ্দিন আহমেদ বলেন ‘আগামী নির্বাচনে না’গঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থী চাই। আর জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে প্রতিটি নেতা-কর্মীকে কাজ করার আহবান জানাচ্ছি, তার ব্যতিক্রম হলে তাকে দল থেকে তাকে বহিস্কার করা হবে’। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মদনপুর ইউনিয়ন আ’লীগে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন ‘আমরা দীর্ঘদিন ধরে অবহেলীত ও বঞ্চিত। তাই শেখ হাসিনার কাছে জোড়ালো অনুরোধ জানাব যে আপনি বন্দরে এবার যে কোন মূল্যে নৌকার প্রার্থী দিন। আর না’গঞ্জ-৫ আসনে আমরা আরজু রহমান ভূঁইয়াকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য দাবী জানাচ্ছি’। না’গঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া উক্ত সম্মেলনে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন ‘আ’লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ যারা স্বেচ্ছাসেবক লীগের কমিটির পদ পেলেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা আগামী দিনে নৌকার পক্ষে কাজ করে বন্দরে নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। মনে রাখবেন নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হলে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই, আর সেই ঐক্য আমাদের মধ্যে তৈরী করতে হবে। মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক পদ প্রত্যাশি আব্দুল আলীম বলেন, বন্দরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলীত। আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাব আপনি না’গঞ্জে আসুন, বন্দরে বসুন। আপনি বন্দরের জনগণকে জিজ্ঞেস করুন বন্দরবাসী কাকে চায়। আমরা বন্দরের সবাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আরজু ভূঁইয়াকে চাই, তাই জননেত্রী আপনি জনগণের সাথে কথা বলে না’গঞ্জ-৫ আসনে নৌকার প্রার্থী ঠিক করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি’। উক্ত সম্মেলনে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে না’গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক আব্দুল আলী উপস্থিত ছিলেন। এ সময় না’গঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি ওসমান গণি বেলাল, মদনপুর ইউনিয়ন আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আলী ভান্ডারী, সাবেক ১নং ওয়ার্ড আ’লীগের সা. সম্পাদক ফারুক আহম্মেদ, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মঞ্জুর হোসেন, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়া, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া, বন্দর থানা তাঁতী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মদনপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল, বিপসা, আঃ আলীম, ইলিয়াছ, মনির, ছাত্রলীগ নেতা শাওন, ছাত্রলীগ নেতা সুজন, শ্রমিক লীগ নেত্রী স্বপ্না সহ স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।