মুক্তি পেল সামাজিক সচেতনতামূলক শর্টফিল্ম “ওপোসিট রিয়েকশন”
ইউটিউবে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা মশিউল ইসলাম খান পরিচালিত সামাজিক সচেতনতামূলক শর্টফিল্ম “ওপোসিট রিয়েকশন” বা বিপরীত প্রতিক্রিয়া।
শর্টফিল্মটিতে দেখানো হয়েছে একদল বখাটে কর্তৃক একজন নারীকে বিরক্ত করা হচ্ছে কিন্তু ঠিক এমন ব্যাপারটি যখন বখাটে দলের একজন বোনের সাথে হচ্ছে তখন তারা তা মেনে নিতে পারছেনা।মূলত,এই শর্টফিল্মটির মাধ্যমে সকল পুরুষকে সকল নারীকে একদৃষ্টিতে এবং সম্মানের সাথে দেখার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।
শর্টফিল্মটি নারী মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং দর্শক প্রিয়তা পাবে বলে আশা করেন ছবিটির পরিচালক মশিউল ইসলাম খান।