মোগড়াপাড়া চৌরাস্তায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় জামপুর আঃলীগের যোগদান
স্টাফ রিপোর্টার
২১ আগস্ট আঃলীগের জনসভায় গ্রেনেড হামলার কালো দিবস পালন উপলক্ষে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তাস্থ আঃলীগ কার্যালয় প্রাঙ্গনে গ্রেনেড হামলায় হতাহতদের স্মরনে দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা যুবলীগ আয়োজিত দোয়া ও প্রতিবাদ সভায় জামপুর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. হুমায়ন কবির ভূঁইয়ার নেতৃত্বে শত শত আঃলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী জামপুর ইউনিয়ন থেকে যোদান করছে। এ দোয়া ও প্রতিবাদ সভা সফল করতে জামপুর ইউনিয়নের হাতুড়াপাড়া থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. ফারুক মিয়া, ইকবাল, নান্নু, মান্নানের নেতৃত্বে, জামপুর থেকে বকুল মিয়া, জুলহাস, বাতেনের নেতৃত্বে, মাঝেরচর থেকে সোহরাব আল কাদরির নেতৃত্বে, কোবাগা-সাইদুল মার্কেট থেকে জামপুর ইউনিয়ন সম্ভাব্য যুবলীগ সভাপতি দেওয়ান শরীফ, আল মামুন দেওয়ান ও আলী আকবরের নেতৃত্বে, পাকুন্ড-শিলাবো থেকে দেলোয়ার হোসেন, জহিরুলহক ও হাবিবুরের নেতৃত্বে, নোয়াদ্দা থেকে সানাউল্যা মেম্বার, নুরুমোল্লা, আমিনুল, বাদশা, রুহুল আমিন, মোহাম্মদ আলী ও ডা. লিয়াকত আলীর নেতৃত্বে, তালতলা থেকে জামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ওসমান গণির নেতৃত্বে এবং বাগবাড়িয়া থেকে সামসুলের নেতৃত্বে জামপুরের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের শত শত নেতা-কর্মী মিছিল নিয়ে হাতুড়াপাড়াস্থ পেট্রোল পাম্পে জমায়েত হয়ে গাড়ী বহর নিয়ে উক্ত দোয়া ও প্রতিবাদ সভায় যোগদান করেছে। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আঃলীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় হতাহতের স্মরণে এখানে দোয়া ও প্রতিবাদ সভা হয়ল্লাহ। এতে,স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা আঃলীগ প্রচার সম্পাদক দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে বক্তারা বলেন, উক্ত গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার পূর্বক অনতিলম্বে দৃষ্ট্রান্ত মূলক শাস্তির দাবী জানান। পরে, গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের স্মরণে দোয়া করা হয়েছে।