যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দরে যুবদলের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বন্দর সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় বন্দর থানার ফরাজিকান্দাস্থ বিএনপি কার্যালয়ে বন্দর থানা যুবদল ও উপজেলা যুবদলের যৌথ উদ্দ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানার যুবদলের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, মহানগর যুবদল নেতা সানোয়ার হোসেন, বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মুন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন। প্রস্তুতি মূলক সভায় এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আলী নওশাদ তুষার, কাজী সোহাগ, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম, আশাবুদ্দিন, দেলোয়ার হোসেন, বন্দর থানা ছাত্রদল নেতা সাহাদুল্লাহ মুকুল, ২৪নং ওয়ার্ড যুবদল নেতা আক্তার, মিজানুর, তাইজুল ইসলাম, সাহেদ, হুমায়ন, তোফাজ্জল, জেমি, আব্দুল্লাহ, রিয়াদ হোসেন, শিপন ও জনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela