‘রেড হিল’ নামের গেইলের বাড়ি

‘রেড হিল’ নামের বাড়িটা মাত্র তিনতলা। তাতেই বিনোদনের সব উপকরণ মজুদ! বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলের বাড়ির কথা।

জ্যামাইকার কিংস্টনে ৮ নম্বর ভিক্টর এভিনিউ। হলুদ রঙের চোখ ধাঁধানো একটা বাড়ি। কী নেই সেখানে! সুইপিংপুল থেকে শুরু করে ড্যান্স ফ্লোর, বিলিয়ার্ড খেলার আলাদা জায়গা। সেখানে আছে নয়টা বড় শোয়ার ঘর, আছে ব্যক্তিগত সিনেমা হল ও চারটি গ্যারেজ।

বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে জ্যামাইকার গোটা কিংস্টন শহর একনজরে দেখে ফেলা যায়। টাওয়েল জড়িয়ে দোতলার এই বারান্দায় এসে দাঁড়িয়ে রাজার মতো কিংস্টনের শোভা দেখেন গেইল।

ব্যাটিংয়ে তো বটেই, গোটা বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলে অর্থ উপার্জনেও তিনি রাজাই বটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) কিংবা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ- সব জায়গা থেকেই বড় অংকের অর্থ পান গেইল। আর সেই বিপুল উপার্জনেই এমন রাজকীয় জীবনযাপন।

এখানেই শেষ নয়, কিংস্টনে রয়েছে ‘ট্রিপল সেঞ্চুরি’ নামে গেইলের একটি রেস্টুরেন্টও।

ওয়েবসাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela