লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের চিত্তবিনোদন অপরিহার্য

স্টাফ রিপোর্টার
লেখা-পড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের চিত্তবিনোদনে মনোযোগী করে তুলতে হবে। খেলা-ধূলা শিক্ষার্থীদের লেখা-পড়ায় উৎসাহ যোগায়। তাই লেখা-পড়ার পাশাপাশি চিত্তবিনোদনে শিক্ষার্থীরা মনোযোগী হলে খারাপ কাজ থেকে বিরত থাকবে। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নস্থ নীলকান্দা-নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আসন্ন সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক জাহিদ হাসান জিন্নাহ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, মাদকে যুবসমাজ জড়িয়ে পড়ছে। তাই সন্তানের প্রতি অভিবাভকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হাজী জসিম উদ্দিন চৌধুরী। এ সময় অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. গোলজার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. আমান উল্লা আমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা খন্দকার সালাউদ্দিন সাজু, মো. শাজাহান সিরাজ, মোহাম¥দ আলী চৌধুরী, মো. সেলিম চৌধুরী, মো. আমির হোসেন, নুরে আলম, মো. মোহন, মো. কামাল, সেলিম ফারুকী, দীলবর হোসেন, মো. জালাল, মো. বাবুল, আব্দুল মতিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, জেলা গার্মেন্টে টিওসি সভাপতি মোস্তফা কামাল, ইউনিয়ন যুবলীগ নেতা তরিকুল ইসলাম প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিবাভকবৃন্দ ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela