সবাইকে সাথে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ দূর করা হবে
নিউজ বাংলা রিপোর্ট:-
শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে চলমান জঙ্গী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের সকলকে সচেতন করা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধিকরণের লক্ষ্যে শনিবার সকাল ১১ টায় বন্দরের (নাসিক ২৭নং ওয়ার্ডের অন্তর্গত) ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন ‘আপনারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিষয়ে অবগত আছেন। দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস সমূলে দূর করার জন্য সকলের সহায়তা প্রয়োজন। সকলে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ রেখে যদি কাজ করে যাই, তাহলেই কেবল এ দূর্যোগ থেকে আমাদের সোনার বাংলাদেশ মুক্তি পেতে পারে। আমরা অত্র স্কুলের সাথে সম্পৃক্ত সকলে পূর্বেও যেকোন অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আজও অন্যায়কে প্রশ্রয় দিবনা বলে সকলে এ প্রত্যয় ব্যক্ত করছি’। অপর এক বক্তব্যে পিটিএ’র সদস্য ও অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাইয়ুম বলেন ‘জঙ্গিবাদ কারোর একার বা কারোর পারিবারিক সমস্যা নয়, এ সমস্যা আমাদের সকলের ও রাষ্ট্রের। সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলেই আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্তি পাব। অভিভাবক ও শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ দরকার। সরকারিভাবে প্রতিটি প্রতিষ্ঠানে যে উদ্যোগ নেয়া হয়েছে, আমরা তাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই আয়োজন করেছি। ভবিষ্যত্যেও এ ধরণের উদ্যোগ ও আয়োজন আমরা অব্যাহত রাখব’। অত্র স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, রুকুনুজ্জামান, আনোয়ার হোসেন, মজিবুর রহমান, পিটিএ’র সহ-সভাপতি ও ২৭নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম আল মামুন, দাতা সদস্য আঃ রহিম, মাহবুবা আক্তার, শিক্ষানুরাগী শফিকুল ইসলাম, শিক্ষক সদস্য শাহ গোলাম রব্বানী, কামাল হোসেন, সংরক্ষিত আসনের মহিলা শিক্ষক সদস্য রোকসানা বেগম, পিটিএ কমিটির সদস্য সচিব তায়ফুর রহমান বাবুল, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, নিকটস্থ মসজিদের ইমাম, সাংবাদিক দ্বীন ইসলাম ও সকল শ্রেণীর শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।