সোনারগাঁয়ে কার্তিক মেলা ও মৎস্য শিকার উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ের পাকুন্ডায় দু’দিন ব্যাপী কার্তিক মেলা ও মৎস্য শিকার উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ছিল এ উৎসবের সমাপনী দিন। পাকুন্ডা রূপালী মৎস্য খামার সমবায় সমিতির প্রধান পৃষ্ঠপোষক জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা হামিম শিকদার শিপলু জানান, উপজেলার পাকুন্ডা এলাকায় পাকুন্ডা রূপালী মৎস্য খামার প্রায় একশ জনের সমন্বয়ে সমবায়ের ভিত্তিতে দীর্ঘ দিন যাবত এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং প্রায় একশত বিঘা ডোবাসহ প্লাবন ভূমিতে রূপালী মৎস্য খামার করা হয়েছে। এ খামারে রুই, কাতলা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে। এ লক্ষ্যে এখানে দু’দিন ব্যাপী কার্তিক মেলা বসিয়ে মাছ শিকারের আয়োজন করা হয়। এ কার্তিক মেলায় ও মৎস্য শিকার উৎসব এক নজর দেখার জন্য ঢাকার সৌখিন ব্যক্তিবর্গ সহ বিভিন্ন অঞ্চলের সৌখিন মাছ শিকারী ও দর্শনার্থীদের ঢল নেমে আসে। পাকুন্ডা রূপালী মৎস্য খামার আয়োজিত উক্ত কার্তিক মেলা ও মৎস্য শিকার উৎসবের সার্বিক দায়িত্বে ছিলেন, অত্র সমবায় সমিতির মো.লাভলু মোল্যা, শাহিন মোল্যা, আমিনুল হক, শ্যামল শিকদারসহ রূপালী মৎস্য খামার সমবায় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।