সোনারগাঁয়ে বেড়াতে এসে এক নারী ধর্ষণের শিকার ॥ দুই ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সোনারগঁয়ের জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকা থেকে সেলিম (৩০) ও আজিজুল (৩২) নামের দুই ধর্ষককে গ্রেফতার করছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে মুন্দিরপুর গ্রামে ব্যাপক অভিযান চালিয়ে ওদের গ্রেফতার করেছে। পুলিশ ও ধর্ষিতার আত্মীয় বানু বেগম জানায়, গত ২০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার মুন্দিরপুর গ্রামে নুরুর বাড়ীর ভাড়াটিয়া বানুর বাড়ীতে সিদ্ধিরগঞ্জের ঢাকাস্বরী এলাকা থেকে তার ভাই আলেম মিয়া ও তার জনৈক শালিকাকে নিয়ে বিকেলে বেড়াতে আসে। পরে, মুন্দিরপুর গ্রামের তোতার ছেলে সেলিম, হাবি রহমানের ছেলে আজিজুল, মৃত-আলী মোহাম্মদের ছেলে আলম, সুরুজ মিয়া প্রধানের ছেলে ডালিম সহ ৬-৭ জন ধর্ষণকারী বানুর বাড়ী হতে রাতের বেলা অস্্েরর মূখে তার ভাই আলেম মিয়াকে সহ বাড়ীর লোকজনকে জিম্মি করে তার ভাইয়ের শালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে মুন্দিরপুর গ্রামের পাশের পরিত্যাক্ত একটি নির্জন স্থানে দফায় দফায় জোরপূর্বক গণধর্ষন চালায় ধর্ষকরা। ধর্ষণকারীরা রাতভর গণধর্ষণশেষে ধর্ষিতাকে মুর্মূর্ষু অবস্থায় ফেলে রেখে বানুর বাড়ীতে গিয়ে এ ঘটনা কাউকে জানালে জীবনে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষিতাকে সহ তার আত্মীয়-স্বজনদের। পরে বানু বেগম ও এলাকাবাসী গিয়ে ধর্ষিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরন করে। এ ঘটনায় গতকাল সোনারগাঁও থানার দারোগা মাসুদ রানা, সহকারী দারোগা আবুল কালাম আজাদ ও ইব্রাহিমসহ একদল পুলিশ মুন্দিরপুর গ্রামে ব্যাপক অভিযান চালিয়ে উক্ত দুই ধর্ষককে গ্রেফতার করেছে। এ ঘটনার পর থেকে ধর্ষিতা ও তার আত্মীয়-স্বজন ব্যাপক আতংকগ্রস্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela