সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের গনসংযোগ ও পথ সভা অনুষ্টিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের গনসংযোগ ও পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবর্দী ও বিষনন্দী সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করছেন এবং জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে পথ সভা করছেন তিনি। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম নান্নু, সহ-সভাপতি নজরুল ইসলাম, আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, অপর সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ নীরব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক আরিফুল হক রবিন, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগ সভাপতি আব্দুল মান্নান মেম্বার ও উপজেলা যুবলীগ সদস্য সুভাষ ভৌমিক। জামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মাসুদ কবির ভূঁইয়া সুমনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাহবুব পারভেজ, জামপুর ইউনিয়ন যুবলীগ সম্পাদক সামসুল আলম, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাসু দেব, ওয়ার্ড যুবলীগ নেতা বদরুদ্দিন, শাহা কামাল, মো. মোশারফ হোসেন, মো. মাসুম সহ শত শত আঃলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অত্র অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, জামপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, মাইন উদ্দিন, জামান ও জহিরুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জামপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি আল মামুন দেওয়ান। উক্ত পথ সভাটি নেতা-কর্মীদের সমাগমে বিশাল সমাবেশে রুপ নিয়েছে।