সোনারগাঁয়ে ২১ গ্রেনেড হামলার রায়ে আনন্দ র্যালী ও পথ সভা
স্টাফ রিপোর্টার ঃ- ১০ অক্টোবর, আজ বধুবার ২১ গ্রেনেড হামলার রায় উপলক্ষে সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থ ও মানুষের নিরাপত্তা দিতে সকাল থেকে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন ও আঃলীগ নেতা-কর্মীরা জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নিরাপত্তা বেষ্টুনীতে ছিল। উক্ত রায়ের পরে, এখানের আঃলীগ নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থানে আনন্দ র্যালী করছে। এদিকে, সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে এশিয়ান সড়কে উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফের নেতৃত্বে স্থানীয় আঃলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি আনন্দ র্যালী ও বস্তল বেবী ষ্টেশনে পথ সভা করছে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সদস্য ও জামপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি আল মামুন দেওয়ান, উপজেলা যুবলীগ সদস্য সুভাষ ভৌমিক, জামপুর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জামান, আঃলীগ নেতা আব্দুল আলী, ২নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক আলী আকবর প্রধান, ২নং ওয়ার্ড যুবলীগ সিনিয়র সহ-সভাপতি রুপক চৌধুরী, ১নং ওয়ার্ড যুবলীগ সাংগঠনিক সম্পাদক আসাদৌল্লা, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জহিরুল ইসলাম, যুবলীগ নেতা বদরুদ্দিন বদু, তাজুল ইসলাম, শাহা কামাল, সেলিম মিয়া, শরীফ মোল্যা, কবির হোসেন জামাই সহ আঃলীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ। পথ সভায় উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ উক্ত রায়ে তারেক রহমানের ফাঁসী প্রত্যাশা করার কথা ব্যক্ত করে বলেন, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বিচার, স্বাধীনতা বিরোধীদের বিচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের দাবী জানিয়ে তিনি স্থানীয় আঃলীগ নেতা-কর্মীদের আহবান জানিয়ে বলেন, এখানের জামাত-শিবিরকে ধরে পুলিশে সর্পদ করতে হবে এবং সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।