ঐশী কুশল বিনিময় করলেন দেশিয় রোবট ‘বন্ধু’র সঙ্গে ( ভিডিও)
তথ্যপ্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়াকে নিয়ে যখন সারা দুনিয়া উচ্ছ্বসিত, ঠিক সেসময় বাংলাদেশি তরুণ বিজ্ঞানীরা তৈরি করেছেন সোফিয়ার মতই বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট ‘বন্ধু’ ।
আর এই ‘বন্ধু’ নামের রোবটের সাক্ষাৎকার নিলেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী ঐশী।
উল্লেখ্য, ও’ লেভেল পড়ুয়া তিন ছাত্রের প্রতিষ্ঠান-‘ইনফরমেশন টেকনোলজি ভিলেজ’র উদ্যোগে এটি তৈরি হয়েছে।
তাদের দাবি, ‘সোফিয়ার চেয়ে কয়েকগুণ দ্রুত কথা বলা ও উত্তর দিতে সক্ষম রোবট বন্ধু।’ শুধু তাই নয় ‘বন্ধু’ বাংলা ও ইংরেজি ভাষায় উত্তর দিতে পটু। এছাড়া ‘বন্ধু’ প্রশ্নকর্তার ছবি নিতে পারে।
এই সাক্ষাৎকারে বন্ধু বলে, আমি ভালো আছি। আমি বাংলায় কথা বলতে পারি। এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ তে অবস্থান করছি এবং এখানে আসতে পের আমার খুব ভালো লাগছে।’
শুধু সোফিয়া কিংবা নিজের সম্পর্কেই বলেনি বন্ধু। সে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়েও কথা বলে। সে বলে, ‘আমি সে সময় জন্মগ্রহণ করিনি। তবে বিভিন্ন সূত্রে ও ইতিহাস পড়ে ৭১’র মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনেছি।’