কিস্তির টাকা পরিশোধে ব্যার্থ হয়ে বন্দরে সিএনজি চালকের আতœহত্যা
স্টাফ রিপোর্টার : বন্দরে কিস্তির টাকা পরিশোধে ব্যার্থ হয়ে নূরুল হক(৩৮) নামে এক সিএনজি চালক গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। ঈদের দ্বিতীয় দিন রাতে থানার বন্দর ত্রিবেণী এলাকায় এ ঘটনাটি ঘটে। আতœহননকারী নূরুল হক ওই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের পরদিন সকালে নূরুল হকের স্ত্রী হাসিনা বেগম পিত্রালয়ে বেড়াতে যায়। শনিবার সন্ধা ৬টায় নূরুল হক তার সিএনজির কিস্তি না দিতে পারায় পাওনাদারের সঙ্গে বাক বিতন্ডা হলে এক পর্যায়ে পাওনাদার তাকে মারপিট করে এবং ২৪ ঘন্টার মধ্যে কিস্তি পরিশোধ না করা হলে সিএনজি নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেয়। নূরুল হক বিভিন্নভাবে চেষ্টা করেও কিস্তির টাকা যোগাতে ব্যার্থ হলে রাগে ক্ষোভে মনের দুঃখে সে ঘরের আড়ার সঙ্গে কাপড় বেধে গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। পরে বাড়ির পাশের ভাড়াটিয়া তানিয়া জানালা দিয়ে নূরুল হককে ঝুলতে চিৎকার করলে আশ পাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।