নাসিক নির্বাচনে গনজোঁয়াড়ে ভাঁসছে কুমড়া প্রতিকধারী আলহাজ্ব শেখ আলমগীর (আপেল)
ষ্টাফ রিপোর্টার:- নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৭ নং ওয়ার্ডে মিষ্টি কুমড়া (প্রতিকধারী) কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব শেখ আলমগীর (আপেল) এর ব্যাপক জনপ্রিয়তা দেখা গেছে। গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত হড়িপুর পারটেক্্র এলাকায় গনসংযোগ করেন শেখ আলমগীর ও তার সমর্থকরা। এ সময় হাজারও ভোটারের সমাগম ঘটে। ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন শেখ আলমগীর। সমর্থকদের মধ্যে মুরাদপুর এলাকার মো. গোলজার হোসেনের ছেলে তারুণ্যর অহংকার তরুন সমাজ সেবক মো. কবির হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, জননন্দিত আলমগীর ভাই মানুষের বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়েন এবং অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে সেবা করে যাচ্ছেন। তাই আমরা ওনাকে ভালবাসি। এ সময় তিনি আরও বলেন, এই বিজয়ের মাসে আমাদের কুমড়া প্রতিকের বিজয় হবে ইনশাল্লাহ। এদিকে স্থানীয়দের নানা ধরনের উন্নয়ন মূলক আস্বাশ দেন শেখ আলমগীর। অন্যদিকে স্থানীয়দের মধ্যে অনেকেই বলেন, আলমগীর ভাই কে আমরা সব সময় কাছে পাই । তাই আমরা ওনাকেই ভোট দিব। তাছাড়া শেখ আলমগীর দিনে রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশা-পাশি বিভিন্ন গ্রামে নিয়োমিত উঠান বৈঠক করছেন ।