নির্বাচনী হওয়ায় সরব মদনগঞ্জ প্রচারণায় ব্যাস্ত সম্ভাব্য প্রার্থীরা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : তফসিল ঘোষণার এখনো আরো ৫ মাস বাকী। তবুও প্রচার-প্রচারণায় এখন থেকেই নির্বাচনী মাঠ সরব করে তুলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীদের সালাম শুভেচ্ছা সম্বলিত পোষ্টার ব্যানার আর ফেষ্টুনে ইতোমধ্যে সয়লাব হয়ে গেছে গোটা মদনগঞ্জ। পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে এলাকার প্রতিটি দেয়াল,বৈদ্যুতিক খুঁটি হতে শুরু করে খাবার হোটেল,চায়ের দোকান এমনকি গাছের উপরেও শোভা পাচ্ছে এসব প্রচার মাধ্যম। শুধু তাই নয়,তফসিল ঘোষণার তোয়াক্কা না করে প্রচার মাধ্যমের পাশাপাশি স্ব-শরীরে গিয়ে সালাম শুভেচ্ছার মধ্য দিয়ে প্রচার প্রচারণা জিইয়ে রাখছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। এদের মধ্যে বর্তমান কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর,মোখলেছুর রহমান চৌধূরী,মাসুদ-উর-রহমান মাসুদ এবং সংবাদকর্মী মোঃ আমির হোসেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ১৯,২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর রেজওয়ানা হক সুমি ও কামরুন নাহার রনকা’র ব্যানার ফেষ্টুন শোভা পাচ্ছে। বর্তমান সময়ে উল্লেখিত প্রার্থীদের মধ্যে সাগর,মাসুদ ও আমির হোসেনের প্রচারণা ফেস্টুন ব্যানার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও কর্মী-সমর্থকদের নিয়ে সরব প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন নবাগত প্রার্থী মোখলেছুর রহমান চৌধুরী। গতবারের চেয়ে এবার অধিক প্রার্থী’র সম্ভাবনা থাকলেও জনমত জরিপে লড়াই হবে দুই হেভিওয়েট প্রার্থী ফয়সাল মোহাম্মদ সাগর ও মোখলেছুর রহমান চৌধুরীর সঙ্গে। অন্যদিকে নারী কাউন্সিলর পদে নতুন প্রার্থী হিসেবে কামরুন নাহার রনকা কতটা সফল হবেন সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। শেষ পর্যন্ত রেজওয়ানা হক সুমিই তার প্রতিনিধিত্ব ধরে রাখতে পারেন বলে ভোটারদের অনেকের অভিমত।