প্রধান অতিথি এমপি লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের সাথে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও নারায়নগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা মতবিনিময় করছেন। গতকাল শুক্রবার বিকেলে মোগড়াপাড়াস্থ আয়ুব প্লাজায় সংসদ সদস্যের অফিস হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়, দলীয় সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দ্দেশনামূলক আলোচনা করা হয়েছে। তাছাড়াও বৈদ্যেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়নের সফলতার কথা ব্যক্ত করে অন্যান্য উন্নয়নের বিষয় গুলো উল্লেখ্য করেন নেতৃবৃন্দরা। এ সময় বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আয়ূব আলী, সাধারন সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা জাতীয় টার্পি নেতা মো. শহিদ, আব্দুল বাসেদ মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, নারী নেত্রী জায়েদা আক্তার মনি, পিরোজপুর ইউপি মেম্বার আলমগীর, খোদেজা মেম্বার, কেশব চন্দ্র দাস, আয়ুব হোসেন, ইলিয়াছ, শেখ ফরিদ, সিরাজুল ইসলাম সহ শত শত জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, চলতি মাসের ৫ই জানুয়ারী সংসদ সদস্য হিসেবে ৪ বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার। এ সময়ে সোনারগাঁয়ে রেকর্ড পরিমান উন্নয়ণ কাজ করছেন এবং কাউকে রাজনৈতিক কোনো হয়রানি করা হয়নি। এ দীর্ঘ সময় দায়িত্বে থেকে সোনারগাঁও উপজেলার প্রতিটি মানুষের সুখে-দূঃখে পাশে ছিলেন এবং রেকর্ড পরিমান উন্নয়ন কাজ করছেন তিনি। তিনি বলেন, আগামী সময় টুকুও আপনাদের উন্নয়ণে ব্যয় করবো। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এবং আমাকে এবারো ভোট দিয়ে নির্বাচিত করলে আবারো এ আসন থেকে মহাজোটের এমপি হবো ইনশাল্লা।