বন্দরের নূরবাগে যুবকের হাতের রগ কর্তন
নিউজ বাংলা রিপোট
বন্দরের কদম রসুল নূরবাগে ঘরের চালে ডিল মারাকে কেন্দ্র করে বাবু (১৯) নামে এক যুবককে কুপিয়ে হাতের রগ কেটে ফেলেছে প্রতিপক্ষ মামুন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত বাবুকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, কে বা কারা বন্দরের কদম রসুল নূরবাগ এলাকার ধনু মিয়ার ঘরের চালে ডিল মারে। এতে করে ধনু মিয়ার ছেলে ক্ষিপ্ত হয়ে মাছ কাটার বটি নিয়ে এসে পাশের বাড়ির শাহজাদ মেম্বারের ছেলে বাবু (১৯) তাদের বাড়ির উঠানে দেখে কোপ মারে। সে হাত দিয়ে কোপ ফেরাতে গিয়ে তাতের ৩টি রগ কেটে যায়। এ ঘটনার পর মামুন পলাতক রয়েছে।