বন্দরে ডক শ্রমিক ফয়সাল হত্যা মামলার আসামী ইমন ২ দিনের পুলিশ রিমান্ডে

বিশেষ প্রতিনিধি:-
বন্দরে ডকইয়ার্ড শ্রমিক ফয়সাল হত্যা মামলার আসামী ইমন ওরফে ফাহাদ (১৮)কে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে পুলিশ। গত সোমবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। যার মামলা নং- ৫৬(৭)১৬ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪ দঃ বিঃ। ধৃত খুনি ইমন ওরফে ফাহাদ বন্দর থানার নবীগঞ্জস্থ নোয়াদ্দা এলাকার ইকবাল মিয়ার ছেলে। এ ব্যাপারে মামলার তদন্তকারি র্কমর্কতা এমআই এমদাদ হোসেন সাংবাদিকদের জানান, সম্প্রতি সময়ে ঈদ মেলায় মেয়েদের উক্তাক্তের প্রতিবাদ করায় বন্দর থানার নবীগঞ্জ টিহোসেন রোড এলাকার ডকইয়ার্ড শ্রমিক ফয়সালকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আমরা বেশ কয়েকজন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তার করার জন্য ইমন ওরফে ফাহাদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আপনাদেরকে তথ্য প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela