বন্দর মদনপুরে আগুনে কেঁড়ে নিলো ঈদের আনন্দ এমপি সেলিম ওসমানের দৃষ্টি কামনা

এস এম আলমমগীর ভূঁইয়া:-
শুক্রবার বেলা ৩টার সময় বৈদ্যতিক সর্টসার্কিট থেকে অগ্নিসংযোগে ঘর পুড়ে ছাঁই হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকায়। ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে আব্দুল কাদির মিয়ার পরিবার বিশেষ কাজে পাশের বাড়ি গেলে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আশে পাশের লোক এসে আগুন নিয়ন্ত্রন করলেও, ততক্ষনে ঘরে থাকা ফ্রিজ সহ আসবাব পত্র ও ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ও স্থানীয়রা জানান, ঘরে থাকা মালামাল সহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। সরেজমিনে দেখা যায়, আগুন নিয়ন্ত্রনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগের ঘটনায় অসহায় পরিবারটি বর্তমানে প্রায় দিশেহারা। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ কেঁেড় নিলো অনাকাঙ্খিত অগ্নি সংযোগ। মূখে ঈদের হাসির পরিবর্তে চোখে কান্নার জ্বল অসহায় পরিবারটির। স্থানীয়রা শান্তনা দিলেও অসহায় কাদির মিয়ার মনে আসছে না শান্তি। সামনে ঈদ, পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবে তা নিয়ে আহাজারী কাদির মিয়ার। কাদির মিয়া পেশায় একজন গাড়ির ড্রাইভার। সারাদিন গাড়ী চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যা রোঁজগার হতো, তা দিয়েই সংসার চালাতো। ওই এলাকার স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দারা বলেন, আমাদের নারায়নগঞ্জ (৫) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা একে এম সেলিম ওসমান সাহেব অনেক ভালো লোক। আমাদের দাবী এমপি সাহেব ভুক্তভোগী পরিবারটির পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিক। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজ্বী এম এ সালাম দু:খ প্রকাশ করে বলেন, আমি খবর পেয়েছি, কিছুক্ষন পরে ঘটনাস্থল পরিদর্শন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela