ভারত ও বাংলাদেশের এর যৌথ প্রযোজনায় প্রথম সর্ট ফিল্ম

নতুন এক মিষ্টি প্রেমের গল্প।কলেজ পড়ুয়া ছেলে – মেয়ের প্রেম কাহিনী। বাবার রাজকন্যা আর এক মধ্যবৃত্ত ঘরের রাজপুত্র।প্রেম টা শুরু হয় কলেজের দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুজনের মনের অজান্তে।যেদিন তাদের সাথে দেখা হয় একটা কারনে ভুল বোঝাবুঝি হয় তাদের মধ্যে।এর পরে তা মিটেও যায়, মন থেকে বলা মিষ্টি Sorry র মাধ্যমে।এরপর দিনের পর দিন তাদের সম্পর্ক গভীর হতে থাকে।একসময় মেয়েটি তার বাবাকে বলে তার চোখের চিকিৎসার জন্য। তার বাবার সাহায্য নেয়।তার বাবা ছিলো অনেক বড় মাপের চোখের ডাক্তার।তার বাবা চোখের চিকিৎসার জন্য সমস্ত টাকা বহন করে।চিকিৎসার পর তাদের সাথে আবারও দেখা হয় মনের টানে।কিন্তু এরপর কি হয়েছে এটা জানতে হলে ফেব্রুয়ারীতে flim festival এ মুক্তি পাওয়ার পর সর্ট ফিল্মটি প্রকাশ করা হবে ৪ মার্চ You tube এবং ফেসবুকে।ঘটনা টা দেখতেই হবে কেননা আর কোনো ঘটনাও বাকী রয়ে গেছে এই গল্পে।সেটা কি?? জানতে হলে অবশ্যই দেখবেন “ভারত ও বাংলাদেশের Red Window Production এর যৌথ প্রযোজনায় প্রথম সর্ট ফিল্ম “Love begins with friendship ” অভিনয়ে মূখ্য ভূমিকায় অনুপম এবং প্রিয়াংকা। ছবিটি পরিচালনা ও চিত্রায়ন করেছেন সৌম্যদীপ ঘোষ এবং সহযোগি পরিচালনায় ও চিত্রগ্রহণ এ স্নিগ্ধদেব বোস।মূল কাহিনী, সংলাপ ও প্রযোজনায় পিয়াশি দত্ত টুম্পা। বিশেষ সহযোগিতায় দেবরাজ সাহা। এছাড়াও অন্যান্য ভূমিকায় রাণা মুখার্জি, তানিয়া দত্ত, দীপ, প্রসুন মজুমদার, আদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela