মহজমপুরে রাস্তার দাবীতে ইউনিয়ন পরিষদ ঘেরাও, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার
সোনারগাঁও উপজেলার মহজমপুরে রাস্তার দাবীতে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল সহ জামপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও এবং মানববন্ধন করছে এলাকাবাসী। এ সময় অত্র ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শিপলু পরিষদেই ছিলেন। পরে, তিনি জনবহুল স্বার্থে রাস্তাটি খুলে দিতে যথাযথ ব্যবস্থা নিবেন আশ্বাস প্রদান করে বিক্ষোভকারী ও মানববন্ধনকারীদের শান্ত করেন। মানববন্ধনকারীরা জানায়, স্থানীয় মহজমপুর বাজার থেকে কাজীপাড়া, বশিরগাঁও, উত্তর কাজীপাড়া এলাকায় রাস্তার নির্মাণ কাজ চলছে। এ রাস্তার সংযোগস্থল মহজমপুর বাজারে সরকারী জায়গায় মৃত-আব্দুল রকমান ভূঁইয়ার ছেলে মুকবুলের একটি দোকান ঘর থাকায় রাস্তার কাজ সম্পূর্ন করা যাচ্ছেনা। এ দোকান ঘর ভেঙ্গে নিতে মুকবুলকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যরা অনুরোধ করা সত্ত্বেও তা সরিয়ে নিচ্ছেনা সে। ফলে রাস্তাটি সম্পূর্ন করা যাচ্ছেনা। গতকাল রবিবার সরকারী জায়গায় উত্তোলিত দোকান ঘর সরিয়ে নিতে অত্র এলাকার ১১ গ্রামের শত শত মানুষ মুকবুলের বিরুদ্ধে জামপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও এবং বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করছে এলাকাবাসী। তাদের দাবী এ রাস্তার কাজ সম্পূর্ন হলে অত্র এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত সুবিধা পাবে। অনিতিলম্বে মুকবুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ রাস্তাটি খুলে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। এ রাস্তা খুলে দেয়ার দাবীতে গত ২৩ ডিসেম্বর প্রথম দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছিল এলাকার শত শত লোক।