সনমান্দী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান জিন্নাহ আপনাদের আন্তরিক সহযোগিতাই হতে পারে সনমান্দী ইউনিয়ন উন্ন্য়নের মডেল

স্টাফ রিপোর্টার
সনমান্দী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেছেন আপনাদের আন্তরিক সহযোগিতাই হতে পারে সনমান্দী ইউনিয়ন উন্ন্য়নের একটি অবিশ্বাস মডেল। শিক্ষা ব্যতিত যেমন কোন জাতি উন্নতি করতে পারেনা, তেমনি রাস্তা, কালভার্ট ও ব্রীজ ছাড়া কোন এলাকা উন্নয়ন হয়না। তাই আপনাদের সমস্যা সমাধান করতে এগিয়ে এসেছি। আমাকে বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করছেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতায় এখানে ধারাবাহিক ভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছি। গতকাল শনিবার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের হরিহরদী মাঠে ইউনিয়নবাসীর অংশ গ্রহনে উম্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা থাকলে সরকারী বরাদ্ধের পাশাপাশি নিজস্ব অর্থায়নে হলেও এখানের উন্নয়নে নিজেকে অনড় রাখব ইনশাল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান প্রিন্সিপাল মো. শাহজাহান ভূঁইয়া, শাহরাস্তি উপজেলা শিক্ষা অফিসার সেরাজুল হক, হাজী আবুল হাসেম রতন, মো. ইসহাক মিয়া, মো. জামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, বীরমুক্তিযোদ্ধ ডা. মো. সামসুল হক, মো. জজ মিয়া। অনষ্ঠিত উম্মুক্ত আলোচনা সভায় স্থানীয় ২নং ওয়ার্ড মেম্বার মো. জামান মিয়ার সভাপতিত্বে ইউনিয়নবাসীর মধ্যে বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান, সুমন, ইসহাক, হাঞ্জেলা, হাজী সেলিম, সুরুজ মিয়া, ইসমাইল, ইয়াজুল, নাসির ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ অত্র ইউনিয়নের গন্যমান্য শত শত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উম্মুক্ত সভায় চেয়ারম্যান জিন্নাহ ইউনিয়নবাসীর মাদক, ইবটিজিং, বাল্যবিয়ে, এলাকার সামাজিক অবক্ষয় সহ সকল সমস্যার কথা ও উন্নয়ণের কথা শ্রবন করেন এবং সকল সমস্যাদি বিশ্লেষণ করে তার বক্তব্যের মাধ্যমে সকলকে আশ্বস্ত করছেন। তিনি নিজ অর্থায়নে বেকু এনে ইউনিয়নের রাস্তার উন্নয়ন কাজ অব্যাহত রাখছেন এবং হরিহরদী এলাকার কোন মানুষ সাকোঁ বা নৌকা দিয়ে চলতে হবেনা। এখানের সকল রাস্তাই করে দিবেন এ কথাও ব্যক্ত করছেন উপস্থিত এলাকাবাসীকে তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

News Banglabd Design by
Website Mela