সোনারগাঁয়ে ৫ই জানুয়ারী গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
সোনারগাঁয়ে ৫ই জানুয়ারী গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালী অনষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আঃলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু’র সার্বিক তত্বাবধানে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কোবাগা সাইদুল মার্কেট থেকে এশিয়ান হাইওয়ে প্রদক্ষিন করে বস্তল মোড়ে গিয়ে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আলহাজ্ব সামসুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে, জামপুর ইউনিয়ন আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শাজাহান খানের সভাপতিতে অন্যদের মধ্যে জামপুর ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক সামসুদ্দিন খান আবু, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু ইসলাম চৌধুরী সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সম্পাদক নেকবর হোসেন নাহিদ, জামপুর ইউপি সাবেক যুবলীগ সভাপতি দেওয়ান মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রাসেল মাহমুদ, উপজেলা যুলীগের যুগ্ম-সম্পাদক আবু হোসেন চৌধুরী লিপন, জামপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন জাকু, সাধারন সম্পাদক মো. মোমেন মিয়া, নোয়াগাঁও ইউপি স্বেচ্ছলীগ সভাপতি শাহ আলম, সম্পাদক আবু কাউসার, জামপুর ইউনিয়ন কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রতন, যুবলীগ সিনিয়র সহ-সভাপতি লিটন চৌধুরী, ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলামিন মেম্বার, আঃলীগ নেতা আব্দুল ছাত্তার ভূঁইয়া, আব্দুল মতিন ভূঁইয়া, সৈয়দ আহাম্মেদ, মো. মিলন ভূঁইয়া ও শহিদুল্লাাহ ভূঁইয়া সহ আঃলীগ ও অঙ্গসংগঠনের শত শত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।