নওফেলের সভায় হাজারও কর্মী নিয়ে অংশগ্রহণ সাহসী আ: লীগ নেতা রোমানের
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
জেলা ও থানা আওয়ামী লীগের পক্ষ্য থেকে আয়োজিত সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে, উৎসব মূখর পরিবেশে হাজারও নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন থানা আ: লীগের সাহসী নেতা মো. রোমান হোসাইন।
রোববার বিকেলে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ: লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তাছাড়া থানা আ:লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, সহ- সভাপতি আরজু রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি, সাংগঠনিক সম্পাদক একে এম সুফিয়ান বন্দর থানা আ: লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ রউফ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. সোনা মিয়া, থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, থানা যুবলীগের সাধারন সম্পাদক মো. হাতেম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এবং ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাসুম আহমেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম প্রমূখ।
অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে থানা আ: লীগের সাহসী নেতা মো. রোমানের নেতৃত্বে মিছিল যোগে অংশগ্রহণ করেন, মো: আনোয়ার হোসেন আনু, মো: মাহবুব, মো. রুহুল আমিন, নিরাঞ্জন সহ হাজারও নেতাকর্মীরা ।