বন্দরে এক ব্যবসায়ীকে ফাঁঁসানোর অপচেষ্টা

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-
বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁগদোবাড়িয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. আলীনূর মিয়াকে মিথ্যে মামলায় ফাঁঁসানোর জন্য এক শ্রেনীর কুচক্ররী মহল উঠে পড়ে লেগেছে। সূত্র মতে জানা গেছে, গত বৃৃহস্পতিবার (২৯-০৩-১৮ইং) স্থানীয় কয়েকটি পত্রিকায় বঁাঁগদোবাড়িয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মো. আলীনূরের বিরুদ্ধে দৈনিক জণবানী পত্রিকা সহ স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে উল্লেখ্য করা হয়, গত ১৩ই মার্চ কেওঢালা -বারদী সড়কের কুচিয়য়ামোড়া ব্রীজের সামনে বি আর বি নামক একটি ইটভাটার রায়হান কবির নামে এক শিশু শ্রমিক ব্যবসায়ী আলীনূরের মাটি বাহী ট্রাক্টরের চাপায় আহত হওয়ার পর হাসপাতালে মৃত্যু বরন করেন। প্রকাশিত সংবাদে ্আরও বলা হয়, নিহত শিশুর পিতা আফাজউদ্দিনের কাছ থেকে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেন আলীনূর।
প্রকাশিত সংবাদের প্রতিবাদে ব্যবসায়ী আলীনূর বলেন, কোন সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় নি। এ সময় তিনি আরও বলেন, মাটির ট্রাক তো আমার না। তাছাড়া ট্র্রাকের চালকও আমি ন্।া ট্র্রাকের মালিক হুমায়ূন মোল্øা, আর চালক আসিফ হোসেন। সড়কে গাড়ি চলাচলে সড়ক দূর্র্র্ঘটনা ঘটে অহরহ। এতে, গাড়ি চালক দোষী হয়। কিন্ত এ ঘটনায় দেখছি উল্টোটা।
আমার এলাকার একটি চক্র আমাকে ফাসানোর জন্য, আমাকে জড়িয়ে সাংবাদিক ভাইদের মিথ্যে তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। অতএব, আমি প্রকাশিত সংবাদের বিরুদ্ধে ত্রীব্য নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তাই আমি বলবো, আমার মত একজন নীরহ লোককে না ফাঁসিয়ে, সরেজমিনে তদন্ত করে, বস্তনিষ্ট সংবাদ প্রকাশ করুন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *