বন্দরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই ইলিয়াছ গুরুত্বর আহত
মো. আলমগীর ভূঁইয়া (বন্দর প্রতিনিধি) নারায়ণগঞ্জ:-
বন্দরে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে, ইলিয়াছ খান নামে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক আহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে দড়িসোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। মাদক মামলার ওয়ারেন্টের আসামী রবিউলকে গ্রেপ্তারের চেষ্টাকালে তার পিতা টুক্কু মিয়া এ ছুরিকাঘাত করে। এসময় সঙ্গীয় পুলিশ সদস্যরা মাদক ব্যবসায়ী পিতা-পূত্রকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীর সহায়তায় এএসআই ইলিয়াছ খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মন্ডল জানান, দড়িসোনাকান্দা এলাকার মাদক ব্যবসায়ী রবিউল তার নিজ বাড়িতে অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দুপুর ২ টার দিকে এএসআই ইলিয়াছ খান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক মামলার ওয়ারেন্টে গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় রবিউলকে ছিনিয়ে নিতে তার বাবা মাদক ব্যবসায়ী টুক্কু মিয়া এএসআই ইলিয়াছকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়েন। এ মুহুর্তে সঙ্গীয় পুলিশ সদস্যরা পিতা-পূত্র দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে।পরে এলাকাবাসীর সহায়তায় আহত এএসআইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম জানান, এএসআই ইলিয়াছ খানের বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরি গভীর ভিতরে ঢুকে অতিরিক্ত রক্ত ক্ষরন হচ্ছে। এ কারণে তাকে অক্সিসিজেন লাগিয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বর্তমাণে তার অবস্থা আশঙ্কাজনক।