বন্দরে বাল্য বিয়ে ঘটকসহ ৩ জনের সাঁজা
বিশেষ সংবাদদাতা
বন্দরে ১২ বছর বয়সের এক স্কুল ছাত্রীকে বাল্য বিয়ের অভিযোগে ঘটক, বর ও বরের পিতাকে সাঁজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে বন্দর লেদারার্স আবাসিক এলাকায় কনের বাড়িতে বিয়ের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবীবা ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাঁজা দেন। সাঁজাপ্রাপ্তরা হলেন, বর রফিদুল (২০), তার পিতা জহির(৫৭) ও ঘটক মমিনুল(২৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, নিলফামারি জেলার খানসামা থানার উত্তরকিষান গ্রামের জহিরুল ইসলামের ছেলে রফিদুল ইসলামের সঙ্গে বন্দর লেদারার্স আবাসিক এলাকার অষ্টম শ্রেণী পড়–য়া ছাত্রীর সঙ্গে বিয়ের কথা পাকা হয় বরের গ্রামের ঘটক মমিনুল ইসলামের মাধ্যমে। বুধবার রাতে নাবালিকা স্কুল ছাত্রী ও বরের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এসময় খবর পেয়ে বন্দর ইউএনও মৌসুমী হাবীবা উপস্থিত হন কনের বাড়িতে। নিমিশে থেমে যায় বিয়ের অনুষ্ঠান। কনের পিতা-মাতা পালিয়ে গেলেও বর ও বরের পিতা ও ঘটক আটক করে পুলিশ। এসময় ওই বিয়ে বাড়িতেই ভ্রাম্যমান আদালত বসিয়ে ঘটক মমিনুলকে ৬ মাস, বর রফিদুলকে এক মাস ও বরের পিতা জহিরকে ৫ মাসের সাঁসা প্রদান করেন।